বাগেরহাট পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক হান্নানুর রহমান মরণব্যাধি করোনা ভাইরাস এর সময় সরকারি বিধি লঙ্ঘন করে নিজ বাড়িতে কোচিং বাণিজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে |

বিশেষ প্রতিনিধি : বাগেরহাট জেলা সদর থানাধীন পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক হান্নানুর রহমান মরণব্যাধি করোনা ভাইরাস এর সময় সরকারি বিধি লঙ্ঘন করে নিজ বাড়িতে কোচিং বাণিজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায় | সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায় সকালে ৩ টা ব্যাচ এ ২০ জন আকারে ৬০ জন ছাত্র/ছাত্রী এবং বিকাল এ ২ টা ব্যাচ এ ২০ জন আকারে ৪০ জন ছাত্র/ছাত্রী নিয়ে মোট ৫ টি ব্যাচ এ শতাধিক ছাত্র/ছাত্রী কোচিং আকারে প্রতি ছাত্র/ছাত্রী থেকে ১০০০ টাকা হারে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে | ঘটনার বিবরণে প্রকাশ, দেশ ব্যাপী যখন করোনা ভাইরাস এ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন এই মাদ্রাসার ক্রীড়া শিক্ষক হান্নানুর রহমান ৫ টা বেঞ্চ এ ৪ জন আকারে ২০ জন ছাত্র/ছাত্রী এক এক ব্যাচ এ ঘনসারিতে বসিয়ে কোচিং বাণিজ্যটি চালিয়ে যাচ্ছে | প্রকাশ থাকে যে, গত ০৮-০৯-২১ সকাল ৭ টা ৩০ মিনিট এর সময় অত্র পত্রিকার প্রতিনিধিদয় সরেজমিন এ ক্রীড়া শিক্ষক এর বাড়িতে উপস্থিত হয়ে কোচিং সেন্টার এর ছাত্র/ছাত্রী দের কোচিং পড়ানোর দৃশ্য ক্যামেরায় ছবি আকারে ধারণ করে, ফিরে আসার সময় হান্নান মাষ্টার এর সন্ত্রাসী বাহিনী দ্বারা ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং একটি ক্যামেরা ভাঙচুর করে | শুধু ক্যামেরা টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নিয়েই খ্যান্ত হয় নাই ষড়যন্ত্র মূলক মামলা দিয়েও হয়রানি করা হয়, মামলার কারণে অত্র নিউজটি প্রকাশ করতে দেরি হয় | উপরের উল্লেখ্য ছবি তে স্পষ্ট প্রমান হয় হান্নান মাষ্টার এর কোচিং বাণিজ্যটি | এলাকার সচেতন মহল ব্যক্ত করে হান্নান মাষ্টার পুরো করোনা ভাইরাস এর সম সময়ে দেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুযোগে এই কোচিং বাণিজ্যটি চালিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা আদায় করেছে | আরো একটি নির্ভর যোগ্য সূত্র ব্যক্ত করে হান্নান মাষ্টার এর নিজের মাদ্রাসার ছাত্র ছাত্রী ছাড়াও এলাকার মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র/ছাত্রী দের তার কোচিং সেন্টারে নিযুক্ত করে এই লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিয়েছে | নাম না প্রকাশ এর শর্তে একটি সূত্র গোপনীয়তা রক্ষা করে ব্যক্ত করে হান্নান মাষ্টার এর বাড়িতে ছাত্রী দের কোচিং এর সম সময়েও অবান্তর কর্মকান্ডে লিপ্ত থাকে বলে জানা যায় | একটি বুদ্ধিজীবী মহল ব্যাক্ত করে হান্নান মাষ্টার যদি শতাধিক ছাত্র ছাত্রী নিজে বাড়িতে একাধিক বেঞ্চ এ ঘনসারিতে বসিয়ে মরণবিধি করোনা ভাইরাস এর প্রাক্কালে কোচিং বাণিজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা লুটে নিতে পারে তবে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাভ কি ? তাৎক্ষণিক আরো একটি পক্ষ ব্যাক্ত করে সরকার এর উদ্দেশ্য মহৎ যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু হান্নান মাষ্টার তার সরকারি বেতন ভাতা (এম পি ও) যথা নিয়মে পাওয়া সত্ত্বেও অতিরিক্ত লোভের কারণে এই কোচিং বাণিজ্য টি চালিয়ে যাচ্ছে | যাহাতে হান্নান মাষ্টারের শাস্তি পাওয়া অতি প্রয়োজন যেহেতু মাধ্যমিক পর্যায় এর শিক্ষকদের নিজ বাড়িতে কোনো প্রকারে প্রাইভেট বা কোচিং করানো সম্পূর্ণ সরকারি ভাবে নিষিদ্ধ, তথাপিও এই ক্রীড়া শিক্ষক হান্নানুর রহমান সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং বাণিজ্যটি চালিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিলো | যেহেতু হান্নান মাষ্টার কোচিং বাণিজ্যটি সরকার প্রদত্ত বিধি লঙ্ঘন করে চালিয়ে যাচ্ছে সেহেতু তার শাস্তি অবধারিত, যাহা সরকার এর উর্ধতন কতৃপক্ষের নজরে আনার জন্য অত্র প্রতিবেদন টি প্রকাশিত হলো | (বিস্তারিত আকারে আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *