সৈয়দপুরের কুখ্যাত মাদক স¤্রাট মোন্নাফ এর সংবাদ প্রকাশ করায় দৈনিক দাবানলের ষ্টাফ রিপোর্টারকে জীবন নাশের হুমকি।

মোতালেব হোসেন : উত্তরবঙ্গের কুখ্যাত মাদক স¤্রাট অসংখ্য মাদক ও হত্যা মামলার আসামী মোন্নাফ আলী সরকার ওরফে মোন্নাফ ডাকাত এখন সৈয়দপুর উপজেলাধীন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজেকে বিশিষ্ঠ সমাজ সেবক উল্ল্যেখ করে পুরো বোতলাগাড়ী ইউনিয়নের সড়ক, আঞ্চলিক রাস্তা, গ্রামের হাট বাজারসহ রাস্তার মোড়ে মোড়ে তার নির্বাচনী পোষ্টার লাগিয়ে সয়লাব করে ফেলেছে। পোষ্টারে সে নিজেকে বিশিষ্ট সমাজ সেবক উল্ল্যেখ করে বলেছেন মানুষ মানুষের জন্য আমি মোন্নাফ সকলের জন্য। অথচ খোঁজ নিয়ে জানা যায় তার মাদকের ব্যবসা এখনো সে সমান তালে করে যাচ্ছে। তিনি উত্তরবঙ্গের মাদকের মূল ডিলার, তার মাদক ব্যবসা সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত।
২৬টি মাদক, ডাকাতি, ছিনতাই মামলার আসামী মোন্নাফ আলী ওরফে মোন্নাফ ডাকাত গত কয়েকদিন পূর্বে তার বাড়ি হতে র‌্যাব কর্তৃক মাদক উদ্ধার হলে সে জেলে যায়, জামিনে ছাড়া পেয়ে সে বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার আড়ালে তার মাদক ব্যবসার প্রসার বাড়াতে থাকে এবং প্রতিদিন শত শত মটরসাইকেল যোগে তার গোপন ডেরায় অপরিচিত মানুষজনের আনাগোনায় এলাকাবাসী ভীত হয়ে পড়েছে। এই সকল সংবাদ দৈনিক দাবানল পত্রিকায় গত ২৬শে সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে প্রকাশিত হলে আজ ২৭শে সেপ্টেম্বর মোবাইল ফোনে ০১৩১৮০৪৮৯৯৯ নাম্বার থেকে দৈনিক দাবানলের ষ্টাফ রিপোর্টার মোতালেব হোসেনকে ১২.০৬ মিনিটে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাকে দেখে নেয়াসহ তার জীবন নাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে বিষয়টি স্থানীয় সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে প্রমাণসহ অবহিত করা হলে তারা সবাই মোন্নাফ ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। রংপুর হারাগাছে মাদক কারবারির হাতে পুলিশের এএসআই নিহত হন এই ঘটনায় জাতি যখন মর্মাহত তখন এই কুখ্যাত মাদক স¤্রাট সাংবাদিককে জীবন নাশের হুমকি দিয়ে বীরদর্পে তার ব্যবসা চালিয়ে যাওয়ার সাহস কোথা থেকে পায় তার ক্ষমতার উৎস কি সেটির সুষ্ঠ তদন্ত হওয়া প্রয়োজন। সাংবাদিকের পক্ষ থেকে তার বিরুদ্ধে সকল আইনগত পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

মোতালেব হোসেন, নীলফামারী অফিস।
মোবাইল নং-০১৭১৩৭৪৫০৪৮
তারিখঃ ২৭.০৯.২০২১ইং।
বিঃদ্রঃ ছবি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *