ফুলবাড়ীর ভেটাই গ্রামে রেকর্ড ভুক্ত মালিকের জমি দখল করে প্রতিপক্ষের পাকা ঘর নির্মান আদালতে মামলা দায়ের।
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার ভেটাই গ্রামে সোলাইমন মন্ডলের রেকর্ড ভুক্ত জমি জবর দখল করে পাকা ঘর নির্মাণ করছেন প্রতিপক্ষ আইছার আলী। দিনাজপুর বিজ্ঞ সহকারী জজ্ব আদালতে দায়েরকৃত মামলার সূত্রে জানা যায় ফলবাড়ী উপজেলার ভেটাই গ্রামের মৃত মনির উদ্দিন এর পুত্র সোলাইমান মন্ডল গংরা ওয়ারিশ সুত্রে ও এসএ রেকর্ডসুত্রে ভেটাই মৌজার জেল নং ৪১ এসএ খতিয়ান নং ১০৪ দাগ নং ৭১৮, ৭১৯, ৭২০ তিন দাগে মোট পঞ্চাশ শতকের মধ্যে ১৬.২/৩ অংশ হকদার তারা। কিন্তু এসএ রেকর্ডইয় মালিক সোলাইমান মন্ডলের পিতা মৃত মনির উদ্দিন। একই এলাকার আইছার আলী (৬০) পিতা মৃত ফজর আলী, মোঃ জেনাল উদ্দিন (৭০) পিতা- জানু শেখ, মোঃ আব্দুল কুদ্দুস (৪৫) পিতা- ছানার উদ্দিন, মোঃ আব্দুল মান্নান (৩৮) পিতা- মৃত মংলু শেখ তারা দলবদ্ধ হয়ে মোঃ সোলাইমান মন্ডলের রেকর্ডীও সম্পত্তি দখল করে গাছপালা কেঁটে পাকা ঘর নির্মান শুরু করেন। বাধা দিতে গেলে তারা সোলায়মান মন্ডলের বাধা না মানায় অবশেষে দিনাজপুর আদালতে ৪জন কে আসামি করে মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর ৪৬/২০২১ অন্য তারিখ ২০/০৯/২০২১ইং। এই ঘটনায় সোলায়মান মন্ডল তাদের বিরুদ্ধে গত ১৬/০৮/২০২১ইং তারিখে ফুলবাড়ী থানায় অভিযোগ করে একটি সাধারণ অভিযোগ দায়ের করেন। যাহার নং ৭৫৫, তারিখ ১৬/০৮/২০২১ইং। ফুলবাড়ী থানা কতৃপক্ষ ঘর নির্মাণে বাধা দিলেও তারা বাধা মানেন না। জমির প্রকৃত মালিক মোঃ সোলায়মান মন্ডল জানান আমার বাপের নামে রেকর্ডীও ঐ জমি। কোনো ভাবে তারা ঐ জমি পাবেনা তবে ঐ খতিয়ানের এবং দাগের অংশ মালিকানা সুত্রে আমরা অংশিদার। আমরা ঐ জমি প্রতিপক্ষ দেরকে ছেড়ে দিতে বললে তারা আমাদের কথা কর্ণপাত না করায় আইনের আশ্রয় নিয়েছি।