গত ২৪ ঘন্টায় হাসপাতালে এবছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি

অপরাধ তথ্যচিত্র ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা এবছরের এখন পর্যন্ত এক দিনে সর্বাধিক রোগী ভর্তির ঘটনা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে এবছরে এখন পর্যন্ত মারা গেছেন ৪৮ জন।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতেতে বলা হয়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৬২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আছেন এক হাজার ১৩১ জন, আর বাকি ১৩১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৯৮১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৬৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *