সাপাহার ঐতিহ্যবাহী জবই বিল পরিদর্শন করলেন বিভাগীয় বন সংরক্ষক কর্মকর্তার
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিল পরিদর্শন কররলেন রাজশাহী ও রংপুর বিভাগীয় বন সংরক্ষক আমিনুল ইসলাম।
সোমবার দুপুর ৪টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ব্রিজের রাস্তার ধারে শতবর্ষী বট গাছের চারা রোপণ করার মাধ্যমে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য পাখির অভয়ারণ্যে ও বীল পাড়ের সৌন্দর্য বদ্ধনে মুজিব শতবর্ষে বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি কর্তৃক জবই বিলের পাহাড়ে রোপনকৃত বিভিন্ন গাছের চারার বর্তমান অবস্থা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমদ নিয়ামুল হক,বিট অফিসার জাহিদুর রহমান ও জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ প্রমুখ সহ সংগঠনের সকল সদস্যরা।