শত সমস্যার আর্বতে পাবনার ফরিদপুর উপজেলা আশ্রয়ন প্রকল্প।

ফরিদপুর প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার সোনার বাংলা ক্লাবের নিকটস্থ মাননীয় প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ১২টি ঘর নির্মান হয়েছে যা প্রতিটি ব্যয় বরাদ্দ ছিল একলাখ নব্বই হাজার টাকা। সরেজমিনে পরিদর্শন করে যা যায় প্রতিটি ঘরের বসতিদের নানা সমস্যা প্রথম সমস্যা বিশুদ্ধ পানি। একটি মাত্র সাবমার্চ বসানো রয়েছে তাতে ঠিকমতো পানি উঠে না। ২টি রিং স্লাব দিয়ে ল্যাট্রিন তাও দুই মাসে ভরাট হয়ে গেছে। সামান্য বৃষ্টি নামলে রাস্তা ডুবে যায় আর ঘরে পানিতে ভেসে যায়। গাছ লাগানো হয় নাই। ১২ নং ও ৮ নং ঘরের বসতি মেঝে ও ওয়ালে ফাটল ধরেছে। এতে, তারা দারুন আতংকে আছে। এব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা আজিবুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা জেসমিন আরাকে জানালে তারা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। রহস্য কি? তদন্ত হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *