যশোর অভয়নগর ধোপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমার অবহেলা ও গাফিলতির কারণে জাতীয় শোকদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

ভ্রাম্যমান প্রতিনিধি : যশোর জেলার অভয়নগর থানাধীন ধোপাদী (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ ঘটিকায় সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা তোলা হয়নি। যাহা উপরের ছবিতে পরিলক্ষিত হয়। যেহেতু যে কোন জাতীয় দিবসে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা সরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করার নিয়ম থাকলেও ধোপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমার অবহেলা ও গাফিলতির কারণে তাহা কার্যকর করা হয় নাই। সরেজমিনে স্কুলে পর্যবেক্ষনে দেখা যায় সকাল ৮.১৫ মিনিটের সময়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয় নাই। তাৎক্ষনিক স্কুলের অফিস পিয়ন কাম নৈশ প্রহরী রাজুকে অফিস কক্ষে ঘুমান্ত থেকে ডেকে জানতে চ্ষ্টো করলে সে ব্যক্ত করে যেহেতু ঘুম ভাংগে নাই সেহেতু পতাকা তোলা হয় নাই। অতপর প্রধান শিক্ষিকার অবস্থান জানতে পেরে তার বাসাতে পৌছাইয়া দেখা গেল সেও বাড়িতে আছে। এক পর্যায়ে সাক্ষাৎকারে প্রধান শিক্ষিকা ব্যক্ত করে অফিস পিয়ন রাজুকে দায়িত্ব দিয়ে আসছিলাম পতাকা উত্তোলনের জন্য। আরও এক পর্যায়ে জানতে চাওয়া হয় যে, আজ জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট/২০২১ আপনি স্কুলে না যেয়ে এবং যথানিয়মে পতাকা না তুলে বাড়িতেই অবস্থান করতে পারেন? প্রধান শিক্ষিকার ভাষ্য সে স্কুলে যাবে এবং বিষয়টি ক্ষতিয়ে দেখবে। এলাকার সচেতন মহল ব্যক্ত করে সকল প্রকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত আকারে পতাকা তুলেছে এবং জাতীয় শোক দিবস পালন করছে কিন্তু শামিমা ম্যাডামের অবহেলা ও গাফিলতির কারণে ধোপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পতাকা শোক দিবসে সকাল ৮ ঘটিকায়ও উত্তোলন করা হয়নি। যাহা উর্দ্বতন কর্তৃপক্ষের নজরে আনা অতীব জরুরী। (বিস্তারিত আগামীতে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *