সৈয়দপুর পৌরসভার বিমানবন্দর রোডে ৫৪৪ নং রেল কোয়ার্টার এখন স্বেচ্ছাসেবকলীগ নেতা মহসিন মন্ডল মিঠুর মুরগীর খামার, দূর্গন্ধে অতীষ্ঠ এলাকাবাসী।

মোতালেব হোসেন, : সৈয়দপুর প্রথম শ্রেণীর পৌরসভা, বিমানবন্দর ভিআইপি সড়কটি ডাবল লেন দৃষ্টিনন্দন সড়ক। রাস্তার মধ্যখানে গাছ ও সড়কবাতি লাগিয়ে রাস্তাটি ক্যানাডিয়ান সড়কের আদলে গড়ে তোলা হয়েছে। সড়কটির অর্ধেক অংশ রেলের অফিসার্স কলোনী এবং বাকী অংশ সেনানিবাস হওয়ায় মনোরম পরিবেশের এই রাস্তাটি সকালে এবং বিকালে এবং গভীর রাত অবধি ভ্রমন পিপাসুদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। উক্ত সড়কের ডাকবাংলোর পাশে বীরশ্রেষ্ঠ চত্তর এর সাথেই রেলের ৫৪৪ নং কোয়ার্টার একটি দৃষ্টিনন্দন রেল কোয়ার্টার ছিলো, তার পাশেই রেলের বাসাবাড়ির দায়িত্বে থাকা এইএন এর বিলাস বহুল বাংলো। ৫৪৪ নং বাসাটি স্থানীয় ভূমিদস্যু স্বেচ্ছাসেবকলীগ নেতা মহসিন মন্ডল মিঠু ও নাবিল পরিবহন এর স্থানীয় এজেন্ট পৌর নির্বাচনে মোবাইল ফোন মার্কায় অংশ নেওয়া রবিউল আউয়াল রবি কোয়ার্টারের কিছু অংশ এবং কোয়ার্টারের সামনের সম্পূর্ণ জমি অবৈধভাবে দখল করে মার্কেট ও পাকা বাসাবাড়ি নির্মান করলে তৎকালীন আইডাব্লু স্থাপনাগুলি আংশিক ভাংলেও পরবর্তীতে পুনরায় সেইসব অবৈধ দখলকারীরা রেল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পাকা স্থাপনা গড়ে তোলেন।
বর্তমানে সেখানে তারা বাসাবাড়ি, দোকান ভাড়া দিয়ে দিব্যি চলছেন। ইদানিং সেই কোয়ার্টারের সামনে রাস্তা ও ফুটপাথের পাশেই স্বোচ্ছাসেবকলীগ নেতা মহসিন মন্ডল মিঠু পাকাঘর নির্মান করে ব্রয়লার মুরগীর খামার বানিয়ে এলাকার পরিবেশ নষ্ঠ করছেন। এলাকাবাসী ও রেলের অফিসার্স কলোনীর রেলের অফিসাররা জানান যে মুরগীর বিষ্ঠার দূর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, এই রাস্তার পাশ দিয়ে হেঁেট যাওয়া দুস্কর হয়ে পড়েছে। স্থানীয় আরো কিছু বাসিন্দা জানান এই স্বেচ্ছাসেবকলীগ নেতা মহসিন মন্ডল মিঠু দারুল উলুম মোড় এলাকায় রেলের জমি অবৈধ দখল করে সেখানেও তার নিজস্ব মার্কেট এবং তার বাসা বাড়িও বানিয়েছেন।
প্রথম শ্রেণীর পৌরসভার আবাসিক এলাকায় ব্রয়লার মুরগীর খামার নিষিদ্ধ হলেও এই নেতা রেলের ভিআইপি এলাকা অফিসার্স কলোনীর মতো জায়গায় রেলের জমি অবৈধ দখল করে কিভাবে মুরগীর খামার গড়ে তুলেছেন সেটি একটি বিস্ময়। তবে কি এই রাস্তা ব্যবহারকারী রেলের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, সিভিল এভিয়েশেন কর্তৃপক্ষ নিয়মিত যাতায়াত করলেও তারা বিষয়টি দেখেও না দেখার ভান করছেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *