সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে মারামারি,আহত ৪ জন ৬ দিন থেকে হাসপাতালে
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে মারামারিতে চারজন আহত হয়েছে। আহতরা ৬ দিন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের আব্দুর রহিম বাদশার ছেলে পল্লী চিকিৎসক নুরুন্নবী সরকার পূর্ব পরান চৌরাস্তা বাজারে ক্রয়কৃত ৮ শতাংশ জমিতে ঘর নির্মাণ করে অষুধ, বিকাশ, রকেট এবং এম ক্যাশের ব্যবসা করার পাশাপাশি কিছু দোকান ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছিল। এমতাবস্থায় তার কয়েকজন প্রতিবেশি প্রতিপক্ষ নুরুন্নবীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন পায়তারাসহ জমিতে প্রবেশে বাধা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিল। এমনকি দোকানের ভাড়ার টাকাও উত্তোলনের পায়তারা করে। এসব বিষয়ে কয়েকদফা স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার চেষ্টা হলেও প্রতিপক্ষের বিরোধের কারণে সমাধান হয়নি। এক পর্যায়ে গত ২৩ জুলাই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে লাঠি-শোটাসহ নুরুন্নবীর দোকানে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করায় প্রতিপক্ষরা নুরুন্নবীকে বেধরক মারপিট করে লাঠি দিয়ে। এসময় নুরুন্নবীর পিতা, জেঠা ও জেঠাতো ভাইয়েরা তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাদেরকেও বেধরক মারপিট করে ছোরা দিয়ে কুপিয়ে গুরুতর কাটা জখম করে। দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে দুই লাখ টাকা বের করে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় প্রতিপক্ষের মোজাম্মেল, মোতালেব, আলম মিয়া, ফুল মিয়া, খোরশেদ মিয়া, এরশাদ, শাহিন, আদুরী বেগম ও ফুলমতি বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুন্নবী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, সৃষ্ট জটিলতায় কাগজপত্র পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।