পোশাক কারখানা খোলা রাখতে প্রধানমন্ত্রী বরাবর ব্যবসায়ীদের চিঠি
অপরাধ তথ্যচিত্র ডেক্স: কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকায় ঈদের পর দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি পোশাক কারখানা বন্ধ থাকবে কিনা সেই সিদ্ধান্ত আগামী শনিবার হতে পারে। সেদিন সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিবের হাতে দেন। বৈঠক শেষে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “কারখানা খোলা রাখার যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি আমরা দিয়েছি। সচিব আমাদের আশ্বস্ত করছেন, তিনি আমাদের চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।” বৈঠকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সিদ্দিকুর রহমান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।