লকডাউন: জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি

অপরাধ তথ্যচিত্র ডেক্স : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউন চলাকালে জরুরি কারণ ছাড়া বাইরে বের হলেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ব্যক্তিরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে
মঙ্গলবার (২৯ জুন) রাতে প্রকাশি তথ্য বিবরণীতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ব্যক্তিরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *