মগবাজারে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু

অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৩০ জুন) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইমরান হোসেন (২৫) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি বিস্ফোরণে ধসে পড়া রাখি নীড়ের নিচতলায় বেঙ্গল মিটের বিক্রয়কেন্দ্রে কাজ করতেন। ইমরান হোসেনের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। নিহত ইমরানের বাড়ি টাঙ্গাইল সদরের লাউকাঠি গ্রামে। স্ত্রী তামান্নাকে নিয়ে মগবাজারেই একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট নয়জনের মৃত্যু হল। ঘটনার দুদিন পর গতকাল মঙ্গলবার (২৯ জুন) ধ্বংসস্তূপের নিচ থেকে ধসে পড়া রাখি নীড়ের নিখোঁজ তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত রবি বার (২৭ জুন) সন্ধ্যার পর ওয়্যারলেস এলাকায় ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের শোরুমের বিপরীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন সাতজনের মৃতদেহ উদ্ধার হয়।এছাড়াও আহত প্রায় ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে দুইটি তদন্ত কমিটি। দুই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় গতকাল মঙ্গলবার রমনা থানায় দণ্ডবিধির ৩০৪-ক ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *