সারাদেশে এক হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের রেট
অপরাধ তথ্যচিত্র ডেক্স: গ্রামাঞ্চলের মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে সারাদেশে ‘এক দেশ এক রেট’ উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রোববার (৬ জুন) বেলা ৩টায় অনলাইনে প্রেস বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
শনিবার (৫ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।এই উদ্যোগে ঢাকায় একজন গ্রাহক যে দামে যে পরিমাণ ইন্টারনেট ব্যবহার করেন, ঢাকার বাইরে এমনকি দূর এলাকায়ও একজন গ্রাহক সেই পরিমাণ ইন্টারনেট একই দামে পাবেন।
জানা যায়, ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ বেশি হওয়ায় ঢাকার বাইরে একই দামে ইন্টারনেট সেবা দিতে আইপি গুলোর সমস্যা হতো। সরকারের এই উদ্যোগে সেই সমস্যা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে দেশে ডিজিটাল সেবা প্রাপ্তিতে বৈষম্য কমে শূন্যের কোটায় নেমে আসবে।