গোপালগঞ্জ, কাশিয়ানী, চাপতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন ম্যাডাম সরকারী নির্দেশ অমান্য করে মরণব্যধী করোনা ভাইরাস সম সময়ে লকডাউন প্রিয়ডে নিজ বাড়িতে প্রাইভেটে ন্যাস্ত আছে।
ভ্রাম্যমান প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন চাপতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আক্তার সরকারী নির্দেশনা ভ্রুক্ষেপ করছেনা বরং উপেক্ষা করে মরণব্যধী করোনা ভাইরাস এর সময়ে লকডাউন প্রিয়ডে নিজ বাড়িতে ২০-২৫ জন ছাত্র ছাত্রী নিয়ে একত্রিত হয়ে মাস্ক ছাড়াই প্রাইভেটের ঘন সারিতে ন্যাস্ত আছে। দেশব্যাপী যখন সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সরকার কোন ছাত্র ছাত্রীকে স্কুলের বেঞ্চে বসাতে পারছেনা, তখন সহকারী শিক্ষিকা পারভীন আক্তার কিভাবে নিজের বাড়িতে ছাত্র ছাত্রীদেরকে একত্রিত করে প্রাইভেট পড়াচ্ছে তাহা এলাকাবাসীর জিজ্ঞাসা। একটি নির্ভরযোগ্য সূত্র ব্যক্ত করে পারভীন ম্যাডাম বলেন নিজের বাড়িতে উর্দ্ধধন কর্তৃপক্ষের নির্দেশে প্রাইভেট পড়াচ্ছেন। তাৎক্ষনিক পারভীন ম্যাডামকে জিজ্ঞাসাবাদে উর্দ্ধধন কর্তৃপক্ষের কোন নির্দেশনা বা অনুমোদন দেখাতে সক্ষম হয় নাই। অত্র পত্রিকা প্রতিনিধিদ্বয় সরেজমিনে পারভীন ম্যাডামকে এক পর্যায়ে জিজ্ঞাস করেন কোন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আপনি ঘরে বসে প্রাইভেট পড়াচ্ছেন? প্রতি উত্তরে পারভীন ম্যাডাম ব্যক্ত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন অনুমোদন নাই, আমি অন্যান্যরা পড়াচ্ছে সেই সূত্রে আমিও পড়াইতেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনার জন্য অত্র প্রতিবেদনটি প্রকাশ কর হলো। তবে উল্লেখ্য ছবিতে ষ্পষ্ট প্রমান করে যে, পারভীন ম্যাডাম স্বার্থের বিনিময়ে প্রাইভেট পড়াইতেছে।
(বিস্তারিত আগামিতে)