বাগেরহাট আদালত কর্তৃক ১৪৪ ধারা জারী করা সত্ত্বেও অপরপক্ষ আদালতের নির্দেশনা অমান্যসহ জমিজমা জবর দখলের পায়তারা এবং ফৌজদারী মামলা
বিশেষ প্রতিনিধি: বাগেরহাট জেলার সদর থানাধিন মৌজারডাংগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার আলীর এস.এ খতিয়ান নং যথাক্রমে ১৪ এবং দাগ নং-৪৩,৪৪,৪৭ এবং ৪৮ এর মোট ১৩ একর জমিতে ১ম পক্ষের এস.এ খতিয়ানের ১৪ হইতে বি.আর.এস খতিয়ান ৩২- বি.আর.এস দাগ নং-৭৭ বিলান জমি ০.১৯ একর বি.আর.এস খতিয়ান নং-৪৪, বি.আর.এস দাগ নং-৭৭, বিধান জমি-০.২৩০০ একর। বি.আর.এস খতিয়ান নং-২৪, বি.আর.এস দাগ নং-৪০, বিলান জমি-০.১৭০০ এর নালিশি জমি ৩,১২০০ (তিন একর বার শতক) মৎস ঘের সহ বিলান জমি হইতেছে। প্রকাশ থাকে যে, উক্ত দেওয়ানী আদালতের মামলায় বিবাদি মোঃ মোক্তার আলী রায় পাওয়া সত্ত্বেও বাদি আব্দুল খালেক গংদ্বয়ের ওয়ারেশগণ জোর জবর দখলের চেষ্টা চালাচ্ছে মর্মে এলাকার সচেতন মহল ব্যক্ত করে। সরজমিন পর্যবেক্ষনে দেখা যায় এবং শোনা যায় এলাকাবাসী জোরালো কন্ঠে বলতে চায় “আদালতের আদেশ মানতে হবে”। তাছাড়া বাদি আদালতে অনুপস্থিত থাকার কারণে আদালত অবমাননা হয়েছে এবং বিবাদি মামলাটিতে তার পক্ষে রায় পেয়েছে। মামলাটি যথাক্রমে বাগেরহাট সদর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানী মামলা নং-৩০৯/২০০৮ এবং রায়ের আদেশ নং যথাক্রমে-১০২/২০২১।
(আগামীতে বিস্তারিত আকারে পত্রিকার পাতায়)