সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানী ও জেলহাজতে দেয়ার প্রতিবাদে
ফুলবাড়ী থানা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
মোঃ আফজাল হোসেন : পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবলায়ের স্বাস্থ্যমন্ত্রনালয়ের দপ্তরে দীর্ঘ সময় আটকে রেখে হেনস্তা করায় দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকেরা ঐ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে এক জরুরী সভায় অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানী ও জেলহাজতে প্রেরণের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি মোঃ আব্দুল হাফিজ, সহসভাপতি মোঃ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মেহেদী, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এস এম জাকির হায়দার, মোঃ মোর্শেদুর রহমান, গোলাম রব্বানী, ইকবাল হাসান, কারিজুল ইসলাম, ইসমাইল হোসেন, রাফিউল ইসলাম, সফিকুল ইসলাম জুয়েল, আব্দুল মান্নান, প্রবীর গাঙ্গুলী, হাফিজুর রহমান, লাতু খান, রুহুল আমিন, মোঃ শাহাজাহান, এম এ রহীম সরকার, সৈয়দ কামরুজ্জামান তুহিন, আব্দুল ওহার তুহিন ও শ্রী প্রাণ কুমার পাল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিক মোঃ আফজাল হোসেন জরুরী সভায় বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার বিরুদ্ধে সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রনালয়ের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে উত্তরাঞ্চলের সকল সাংবাদিকেরা কলম বিরতীসহ সরকারের সকল সংবাদ বয়কট করবে এবং আন্দোলনের ঘোষনা দিবে । তাই সরকারের উচিত এই ঘটনার সত্যতা যাচাই করে দুষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।