শ্রীপুরের নাকোল ও কাদিরপাড়া ইউনিয়নে ৩২ শ’ অস্বচ্ছল
পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ও কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ৩ হাজার গরীর ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় ইউনিয়নে এ সকল সামগ্রী বিতরণ করেন ।
এ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় সভাপতিত্বে করেন যথাক্রমে নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত ও কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ ।
পৃথক দুটি অনুষ্ঠানে ২ ইউনিয়নের প্রায় ৩২ শ গরীর এ অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তৈল, আলু, সেমাই, চিনিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।