গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে
অপরাধ তথ্যচিত্র ডেক্স: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১০৫ জনে।একইসময়ে, নতুন করে আরও ৬ হাজার ৪৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাতে করে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।বৃহস্পতিবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত এবং ৫২ জনের মৃত্যু হয়েছে।সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬টি পরীক্ষাগারে ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৯৮টি নমুনা।২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৯৪%। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.১৫%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৭%।
এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৯.৯০%।এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.২১%।গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।