করোনাভাইরাস: একদিনে সবোর্চ্চ শনাক্তের নতুন রেকর্ড

অপরাধ তথ্যচিত্র ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ১৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যা এ যাবৎকালের মধ্যে সবোর্চ্চ। এর আগে গত বছরের ২ জুলাই দেশে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নিয়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জন।
একই সময়ে, মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪৯ জনে।সোমবার (২৯ মার্চ) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে রবিবার (২৮ মার্চ) অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৮ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ওই ৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৪টি পরীক্ষাগারে ২৮ হাজার ৬৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৯৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮.৩৮%।মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.০১%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯%।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৫৪%।
গত বছরের ৮ মার্চ প্রথম বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *