জামালপুরে অগ্নিকান্ডে দুইটি পরিবারের ঘর বাড়ি ও গবাধী পশু ভস্মিভুত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ঘরবাড়ি ও গবাধী পশু পুড়ে ভস্মিভুত হয়ে ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহল গিরি পূর্বভাটিপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান সৈয়দ বেপারী জানান, বুধবার গভীর রাতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে তার টিন সেট একটি চৈরীঘর, একই সাথে তার ছেলে ফুলু (৩০) এর ঘর সংলগ্ন গরুর খামার গোয়াল ঘরের আগুন লেগে যায়। ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করলে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে যায় সৈয়দ বেপারী বসত ঘর ওবড় ছেলে ফুলুর বঘরসহ ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, ৪৫মন সরিষা, ৩৫মন ধান, চাল, নগদ অর্থ, গোয়াল ঘরের ৪টি গরু,২টি ছাগল,হাস মুরগী পুড়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সৈয়দ বেপারীর খামারের ৪টি গরুর মধ্যে ১টি গরু ও দুইটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তিনটি গরু প্রাণে বেচে গেলেও সারা শরীর পুড়ে গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় সৈয়দ বেপারীর পরিবারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানায়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে শোকের মাতম চলছে। আগুন লাগার কারণ জানা যায়নি।