করোনা প্রতিরোধী টিকা নিয়েও করোনায় আক্রান্ত যারা
অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনা প্রতিরোধী টিকা নিয়েও ভাইরাটিতে অনেকেই আক্রান্ত হচ্ছেন আবার অনেকেই মারা যাচ্ছেন। দিন দিন আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে সর্বশেষ করোনায় আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। টিকার প্রথম ডোজ নেয়ার ৪১ দিন পর তিনি ভাইরাসটিতে আক্রান্ত হন।টিকা নেয়ার ১ মাস পর করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। গত ৮ মার্চ শ্বাসকষ্ট নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানেই ১১ মার্চ তার মৃত্যু হয়। এছাড়া টিকা নেয়ার ১ মাস ১৩ দিনের মাথায় ভাইরাসটিতে আক্রান্ত হন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।এছাড়া আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। টিকা নেয়ার ১ মাস পর তিনি আক্রান্ত হন। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানীও টিকা নেয়ার পর আক্রান্ত হয়েছেন।টিকা নেয়ার পর আক্রান্তের তালিকায় রয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. মোহসীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম ও চলচ্চিত্রকার কাজী হায়াৎ। রাজধানীর ধানমণ্ডির পপুলার মেডিকেলে করোনা ইউনিটে প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা নেয়া পর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রবিবার বিকেলে তাকে আইসিউতে নেয়া হয়। এছাড়া অনেক সাধারণ মানুষও টিকা নেয়ার পর আক্রান্ত হয়েছেন। যাদের খবর গণমাধ্যমে খুবই কম উঠে এসেছে।শুধু বাংলাদেশেই টিকা নেয়ার পর আক্রান্ত হচ্ছেন এমন নয়, বিশ্বের অন্যান্য দেশেও টিকা নেয়ার পর অনেকেই আক্রান্ত হচ্ছেন। টিকা নেয়ার দ্বিতীয় দিনেই সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া ভারতের হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান স্টিফেন ফ্রান্সিস লিঞ্চ ও চীনের লুই নামের এক ব্যক্তি।আবার অনেকে দেশেই টিকা নেয়ার পর বেশ কয়েকজন স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যম উঠে এসেছে।এদিকে, করোনা প্রতিরোধী টিকা নেয়ার পর আক্রান্তের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যারা টিকা নেয়ার পর আক্রান্ত হচ্ছেন, তাদের শরীরে আগে থেকেই ভাইরাস থাকতে পারে। যার কারণে তারা আক্রান্ত হচ্ছেন। এজন্য টিকা নেয়ার পরেও তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি।