পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ১০-১৫ টাকা

অপরাধ তথ্যচিত্র ডেক্স: আবারও বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের শেষ দিকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। বাছাই করা পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজিতেও বিক্রি করতে দেখা গেছে।একদিকে চাল, ভোজ্যতেল, চিনি, মুরগি ও গরুর মাংসের মূল্যবৃদ্ধিতে এমনিতেই মানুষের নাভিঃশ্বাস। তার উপর পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি সীমিত আয়ের মানুষদের জন্য ‘বোঝার ওপর শাকের আঁটি’র মতোই।ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরুর দিকে বাজারে আসা কন্দ বা মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষের দিকে। বীজ থেকে উৎপাদিত হালি পেঁয়াজ এখনও পুরোদমে উঠতে শুরু করেনি। এ কারণেই দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা, মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে।ব্যবসায়ীরা বলছেন, আগামী এক থেকে দেড় সপ্তাহ বাজার কিছুটা ওঠানামার মধ্যে থাকবে। এরপর নতুন পেঁয়াজ উঠতে শুরু করবে। তখন দামও কিছুটা কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *