তবুও সেই নারীকে বাস থেকে ফেলে দেয় হেলপার!

অপরাধ তথ্যচিত্র ডেক্স: ঢাকার কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে ধাক্কা দিয়ে বাসটির হেলপার মো. নাহিদ (১৯)। চালক মো. সবুজের (২৫) যোগসাজশে ভাড়ার না থাকায় ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাহিদ। এর আগে এ বাকপ্রতিবন্ধী নারী তার কাছে ভাড়ার টাকা না থাকার বিষয়টি হেলপারকে কাগজে লিখে জানিয়ে অনুরোধ করলেও চালকের নির্দেশে হেলপার বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই প্রতিবন্ধী যাত্রীকে। বুধবার (০৯ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
ভাড়া নিয়ে বিরোধে বাস থেকে নারীকে ছুঁড়ে ফেলে দেবার ঘটনায় অভিযুক্ত বাসচালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স বাতিলের আবেদন করবে র‍্যাব। এছাড়া বাসটির রুট পারমিট যাচাইয়ে বিআরটিএ’তে চিঠি দেবে পুলিশের এই এলিট ফোর্স। তিনি বলেন, ‘ঘটনার দিন বাকপ্রতিবন্ধী ওই নারীর (সমর্থ বানু) কাছে বাস ভাড়া চায় চালকের সহযোগী (হেলপার) নাহিদ। এসময় ওই নারী কলম এবং কাগজে লিখে জানায় তার কাছে যথার্থ পরিমাণ বাস ভাড়া নেয়। কম ভাড়া থাকায় তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় নাহিদ। এবং চালক সবুজ মিয়ার নির্দেশে সেই কাজটি করেন হেলপার। ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী ভিডিও করলে র‍্যাব তাদের ধরতে অভিযানে নামে। পরে গতরাতে কেরানীগঞ্জ থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এসময় অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাকপ্রতিবন্ধী নারীর স্বজন বাদী হয়ে একটি মামলা করেছেন। লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও মানুষ তা জানত না দুইজনের (চালক-হেলপার) কেউই। তারা বাস ডিপোতে রেখে রাতে স্বাভাবিকভাবেই ছিল। চালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স হালকা যানের থাকলেও ভারি যান (বাস) চালাতো বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *