রাষ্ট্রপতি করোনা ভাইরাসের টিকা নিবেন বুধবার

অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) বিকাল ৫টায় তিনি করোনার টিকা গ্রহণ করবেন।মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা করোনার টিকা নেন।গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি এবং মন্ত্রীরাও টিকার প্রথম ডোজ নিয়েছেন।করোনা মহামারি রোধে ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। সেদিন বিকেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে ভ্যাকসিন গ্রহীতাদের অনলাইন নিবন্ধন শুরু হয়। এখন পর্যন্ত দেশে সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন। ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে কিছু পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *