পাইকগাছা করোনাকালীন চিংড়ি চাষ নিয়ে ( সেমিনার অনুষ্ঠিত)

অপরাধ তথ্যচিত্র ডেক্স: পাইকগাছায় কোভিড-19 মহামারী করোনা কালীন সময়ে চিংড়ি চাষ ক্ষেত্রে সমস্যাসমূহ উদ্ভাবনের লক্ষ্যে সম্ভাব্য পন্থা নির্ধারণ শীর্ষক এক সেমিনার গতকাল বৃহস্পতিবার লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় ফিশ ফার্ম অনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)অভিসারী প্রডাক্টোস বিজনেস প্রমোশন কাউন্সিলর অর্থায়নে আয়োজিত সেমিনারে (সভাপতিত্ব করেন (ফোয়াবার সভাপতি)< মোল্লা শামসুর রহমান শাহীন নেতৃত্বে বক্তব্য রাখেন,
প্রধান অতিথি ছিলেন লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ লতিফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনিটরিং স্পেশাল কেজিএফ ও মৎস্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক হাবিবুর রহমান খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসির প্রোগ্রাম নির্বাহি পলাশ কুমার ঘোষ, জেলা মৎস্যজীবি সমবায় সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস। (পাইকগাছা উপজেলা মৎস্যজীবী লীগের)
—সিনিয়র সহ-সভাপতি — মুজিবর রহমান মল্লিক এর সঞ্চালনায় সেমিনারে –বক্তব্য করেন লোকের উদবর্তন বৈজ্ঞানিক; কর্মকর্তা দেবাশিস মন্ডল, শরিফুল ইসলাম রুবেল, মোঃ মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমি শাকিব, ও শাওন আহমেদ,
পাইকগাছা উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি
সেখ আকবার আলি সাধারণ সম্পাদক
বাবুল হোসেন ওরফে বাবু গাইন। সংক্ষিপ্ত পরিচয়ে- রঞ্জিত বিশ্বাস, দপ্তর সম্পাদক কার্তিক সরদার, মিন্টু মল্লিক সদস্য , সাংগঠনিক সম্পাদক জয়দেব মন্ডল, পুলিন চন্দ্র সরদার, এম এ রউফ,পলাশ সরকার,নকুল বিশ্বাস,প্রজিত মন্ডল, মৃণাল মন্ডল,কুদ্দুস,সরদার সুভাষ সরকার,শেখ ইদ্রিস আলী,
(সেমিনারের শুরুতেই)
খুলনা 2 আসনের
সংসদ সদস্য সালাউদ্দিন জুয়েল ও তার সকল পরিবারের জন্য আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রইসুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *