অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে সিলেটের পরিবহন শ্রমিকরা

অপরাধ তথ্যচিত্র ডেক্স: সিলেটে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আগামী ১৩ মার্চ পর্যন্ত সিসিক ও পুলিশ প্রশাসনকে সময় দিয়েছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। অন্যথায় ১৪ মার্চ সকাল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। শনিবার (৬ মার্চ) দুপুরে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেন পরিবহন নেতারা।মানববন্ধনে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিনা নোটিশে স্ট্যান্ড উচ্ছেদের নামে লোকজন নিয়ে হামলা করে আমাদের শ্রমিকদের অনেক গাড়ি ভাঙচুর করেন ও আমাদের ওপর হামলা করেন। আমরা বাঁচার তাগিদে তাৎক্ষণিক দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ করেছিলাম। কিন্তু পুলিশ কমিশনার নিশারুল আরিফের দেওয়া আশ্বাসের ভিত্তিতে আমরা অবরোধ তুলে নিই। কিন্তু পরবর্তীতে সিসিকের মামলা গ্রহণ করা হলেও আমাদের মামলা গ্রহণ করেনি পুলিশ। তারপরও গত ২১ তারিখে আমরা সিটি কর্পোরেশনে বৈঠকে বসি। সেখানে আমাদের গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার এবং আমাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রদান করা হয়। কিন্তু এ পর্যন্ত সিসিক মেয়র ও পুলিশ কমিশনার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। যার কারণে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি।প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি নগরের চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিক-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবহণ শ্রমিকদের নামে ৩টি মামলা করে সিসিক ও পুলিশ। এরপর গত ২১ ফেব্রুয়ারি মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বৈঠকে বসেন সিটি কর্পোরেশন কতৃপক্ষ ও পরিবহন নেতারা। পরিবহন নেতাদের দাবি এই বৈঠকে মামলা প্রত্যাহারসহ তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সিসিক কতৃপক্ষ।
এ ব্যাপারে জানতে সিসিকের একাধিক কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *