দামুড়হুদায় প্রায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

মো,হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০৭ ভরি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্নের বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ২৮হাজার ৭৯২ টাকা।বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা বিজিবির একটি বিশেষ টহলদল দামুড়হুদার ফুলবাড়ি পাকা রাস্তার উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় এই স্বর্ণের বার উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্ট কর্নেল খালেকুজ্জামান বলেন, ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা- ৬ বিজিবির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রামের সড়কের ধারে অবস্থান নেয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি সেখানে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ উদ্ধার করে।
পরে ব্যাগ থেকে ছোট-বড় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪শ১৬ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা বলে জানান বিজিবি। স্বর্ণ আটকের বিষয়টি ১৮ ঘন্টা পর প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় সংবাদ কর্মীদের।
এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক বাদী হয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *