বাগেরহাট মেড়েলগঞ্জ দোনা সারকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির সরকারের বিধি লঙঘন করে মরণব্যাধি করোনা ভাইরাসের সময় বাসা-বাড়িতে ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং বানিজ্যে ব্যস্ত।

ভ্রাম্যমান প্রতিনিধি: বাগেরহাট জেলা মোড়েলগঞ্জ থানাধীন দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির মরণব্যাধি করোনা ভাইরাসের মধ্যে বাসাবাড়িতে ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং বানিজ্যে মোটা অংকের টাকা আদায় করছে। সরকারের নির্দেশনা করোনা ভাইরাস সম-সময়ে কোনো ছাত্র/ছাত্রীকে একত্রীত করা যাবেনা এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবেনা অথচ সহকারি শিক্ষক নাসির সরকার প্রদত্ত যাবতীয় বেতন ভাতা পাওয়া সত্তেও তাহা কোনো প্রকারে ভ্রুক্ষেপ না করে নিজ বাসাবাড়িতে একাধিক ছাত্র/ছাত্রী একাধিক ব্যাচ আকারে প্রাইভেটে নিযুক্ত আছে। অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরজমীনে সহকারি শিক্ষক নাসির এর বাসাবাড়িতে উপস্থিত হয়ে দেখতে পাইএকাধিক ছাত্র/ছাত্রীনিয়ে কোচিং বাণিজ্যে ন্যাস্তআছে। এলাকাবাসী ব্যাক্ত করে সহকারি শিক্ষক নাসির দীর্ঘদিন যাবত সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছে। সৌজন্য সাক্ষাতে সহকারি শিক্ষক ব্যক্ত করে ছাত্র/ছাত্রীদের লেখাপড়া পিছিয়ে যাচ্ছে তাই তাদের সচল রাখার জন্য স্বল্প পরিসারে পড়াইতেছি। উপরের ছবিতে পরিলক্ষিত হয় সরকারের বিধি-বিধান লঙঘন করে সহকারি শিক্ষকতার কোচিং বানিজ্যটি চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য অত্র প্রতিবেদন।

(বিস্তারিত আগামীতে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *