জমি নিয়ে বিরোধের জের ধরে ইসলামপুরে ফুপুর হাত-পা ভেঙ্গে দিল ভাতিজা গংরা ॥ ভাতিজাসহ আটক দুই

ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফুপুর হাত-পা ভেঙ্গে দিয়েছে আপন ভাতিজা গংরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার লাউদত্ত গ্রামে। থানায় মামলা হওয়ায় অভিযুক্ত ভাতিজাসহ দুই জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে ইসলামপুর থানা পুলিশ।
ঘটনার বিবরেণ জানা যায়, উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মাঝে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জমি বিক্রি নিয়ে বিবাদী ও ওয়ারিশদের মধ্যে আদালতে ১৪৪ ধারাসহ পেনশন মোকাদ্দমাও চলামান রয়েছে। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে বিবাদী সম্ভু মন্ডল, শাহজালাল গংরা জোরপূর্বক আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত বিরোধকৃত জমিতে ঘর তুলতে যায়। এখবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা মাগন বাপের বাড়ি এসে ঘর তুলতে বাধাঁ দিলে ফিরোজার সহোদর ভাই মুগলের ছেলে শাহজালাল, মৃত সৈয়দ আলীর ছেলে জমির ক্রেতা সম্ভু ও সম্ভুর ছেলে হাবিব গংরা ফিরোজার উপর চড়াও হয়ে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হাত-পা ও কমর ভেঙ্গে দেয়। বর্তমানে গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে ফিরোজার ভাই মুগল মন্ডল বাদী হয়ে অভিযুক্ত নিজের ছেলে শাহজালাল (৩২), শম্ভু মন্ডল(৫৮), হাবিবুর রহমান হাবিব(৩০), হামেদা বেগম(৫০), হালিমা বেগম(২৫) ও জয়নাল(৪০)সহ ৬জনকে আসামী করে শনিবার সকালে ইসলামপুর থানায় মামলা করে।
এদিকে থানায় মামলা হওয়া শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর থানা এএসআই দেলোয়ার হোসেনসহ একদল পুলিশ অভিযুক্ত ভাতিজা শাহজালাল ও শম্ভু মন্ডলকে আটক করে।
এব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানিয়েছেন,ঘটনার সুষ্ঠু তদন্ত চলেছে। আটককৃতদের শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *