নরসিংদী আব্দুল্লাহখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা মরনব্যাধি করোনা ভাইরাসের প্রাক্কালেও সরকারের বিধি বিধান অমান্য করে স্কুল খুলে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে কোচিং করাচ্ছে।
ভ্রাম্যমান প্রতিনিধি: নরসিংদী জেলা সদর থানাধীন আব্দুল্লাহখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা মরনব্যাধি করোনা ভাইরাসের প্রাক্কালেও সরকারের বিধি বিধান লঙ্ঘন করে স্কুল খুলে খন্ডকালীন শিক্ষক সালমান শাহ নামক একজন ব্যক্তির মাধ্যমে স্কুলের ক্লাস রুম খুলে কোচিং বাণিজ্যে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। সরেজমিনে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় নির্ভরযোগ্য সূত্রের বরাতে স্কুলে উপস্থিত হয়ে দেখতে পায় খন্ডকালীন শিক্ষক সালমান শাহ ৩০-৪০জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস রুমে কোচিং বাণিজ্যে ব্যস্ত আছে। যাহা উপরোল্লিখিত ছবিতে স্পষ্ট প্রমান করে। এক সৌজন্য সাক্ষাৎকারে খন্ডকালীন শিক্ষক সালমান শাহ ব্যক্ত করে প্রধান শিক্ষিকার অনুমতি সাপেক্ষে এবং তার থেকে স্কুলের চাবি নিয়ে এই প্রাইভেট পড়াচ্ছে। তাছাড়া খন্ডকালীন শিক্ষক সালমান শাহ আরোও ব্যক্ত করে অত্র প্রাইভেট থেকে পাওয়া টাকাও প্রধান শিক্ষিকাকে ভাগ দেওয়া লাগে। যদি প্রাপ্য অংশ না দেওয়া হয় তবে স্কুলের চাবি পাওয়া যায় না। এলাকাবাসীর ভাষ্য প্রধান শিক্ষিকা কেন সরকারী স্কুলের চাবি সালমান শাহ কে দিয়ে অত্র কোচিং বাণিজ্য চালাচ্ছে তাহা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা।
(বিস্তারিত আগামীতে)