ইসলামপুরে পূর্ব শুত্রুতা জেরে প্রতিপক্ষের বাড়িতে লুটপাট ঘটনায় আদালতে মামলা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সাপধরী ইউনিয়নে কাশারীডোবা গ্রামে পূর্ব শুত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটতরাজের ঘটনায় জামালপুর দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে।
মামলা বিবরণ জানা যায়, সাপধরী ইউনিয়নের দূর্গম যমুনারচর কাশারী ডোবা গ্রামের মৃত তরিফ উদ্দিনের ছেলে ফকির আলী (৪৮) সাথে একই এলাকার প্রতিবেশী জয়নাল (৫৪) গংদের নানান বিষয় নিয়ে পূর্ব শুত্রুতা চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ১৮জানুয়ারি সোমবার সকালে জয়নাল (৫৪), বাবলু (৩৮), বিজয়(২৬), হৃদয়(২০), জামিরুল(৪০), মোসলিম(৬০), হাফেজ(৩৮), আ: রহিম(৪৫) ও সুমন গংরা প্রতিপক্ষ ফকির আলী বাড়িতে হামলা করে ফকির আলীকে হাত ও মুখ বেধেঁ ও পরিবারের অন্যান্যদের আগ্নেয়াস্ত্রসহ অ¯্ররে মুখে জিম্মি করে ঘরের ভিতর লুটপাট করে। এ সময় লুটপাটকারীরা বসতঘর রাম দিয়ে দিয়ে কুপিয়ে ঘরের স্ট্রিলের শোকেছ,বাক্স ও আসবাবপত্র ভেঙ্গে মরিচ বিক্রির দেড় লক্ষ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় স্থানীয়রা খবর পেয়ে ছুটে এলে লুটতরাজকারীরা রামদা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ভোক্তভোগী ফকির আলী দ্রুত আইনের বিচার পেতে জামালপুর আদালতে মোকদ্দমা দায়ের করেছেন।