ঘন কুয়াশা থাকবে আরও ৩ দিন
অপরাধ তথ্যচিত্র ডেক্স: আরও তিন দিন রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ শহীনুর রহমান জানান, আগামী তিন দিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে আগামী দুই থেকে তিনদিন ঢাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আগামী ২৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে দুপর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।