পাইকগাছায় ছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারীর দৃষ্টান্তমলক শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নবম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্রীর আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত ব্যক্তিকে দৃষ্টান্তমলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালত চত্ত্বরে প্রধান গেটের সামনে প্রধান সড়কে নিজেরা করি, ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীদের আয়োজনে ভূমিহীন নেতা নারায়ন চন্দ্র মন্ডল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন সংগঠনের নেতা সবিতা ঢালী, রকেয়া বেগম,আশুতোষ মন্ডল, এ্যাড.শফিকুল ইসলাম কচি, এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল, শহিদুল ইসলাম, যুবলীগনেতা আজিজুল হাকিম, শাহিন সানা, মেয়ের বাবা মোঃ ফারুক সরদার, শিক্ষার্থী সুরাইয়া পারভীন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক শাহাদুল ইসলাম, রাশেদুজ্জামান, রিনা মন্ডল সহ অনেকে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানা অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী’র নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারক লিপি পেশ করা হয়। স্মারকলিপিতে জানা যায়, গত ১১ জানুয়ারী ভিলেজ পাইকগাছার উত্তর পাড়ার ফারুক সরদারের মেয়ে বৃষ্টি ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রিন্স নামে এক যুবকের প্রলোভনে পড়ে বৃষ্টি গোপনে বিবাহ করে। পরর্বতীতে বৃষ্টি প্রিন্সকে তাদের বিবাহকে সামাজিক স্বীকৃতির অনুরোধ করে। প্রিন্স বিবাহটাকে স্বীকৃতি না দেওয়ায় ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিষপানের পর বৃষ্টি আবেগঘন কথাবার্তা লিখে তার মোবাইল ম্যাসেঞ্জারে প্রিন্স (বাবুর) সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেন। মৃত্যুর পর সঠিক তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বৃষ্টির পিতা মামলা রুজু করে। তাৎক্ষিক পুলিশ প্রশাসন অভিযুক্ত ২নং আসামীকে গ্রেফতার পূর্বক কোর্টে প্রেরনের করেন। পরবর্তীতে আসামীহণ জামিন পেয়েছে। এমন নির্মম ও পাশবিক ঘটনার জন্য এলাকার মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *