করোনার টিকা তৈরি প্রতিষ্ঠানে আগুন লেগে নিহত ৫

অপরাধ তথ্যচিত্র ডেক্স: ভারতের করোনার টিকা তৈরি প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটে আগুন লেগে পাঁচজনের প্রাণহানি হয়েছে। ধারণা করা হচ্ছে হতাহতের তালিকা বাড়তে পারে। পৃথিবীর সবচেয়ে বড় এই টিকা প্রস্তুতকারক কোম্পানির সিইও আদর পুনেওয়ালা টুইটারে জানিয়েছেন, প্রতিষ্ঠানের কয়েকটি ফ্লোর আগুনে ধসে গেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনীর সদস্যরা জীবিত চারজনকে উদ্ধার করেছেন। এ সময় ভেতরে পাঁচ জনের মরদেহ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনে আগুন দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আদর পুনেওয়ালা জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে নিজেই আরেকটি টুইটারে বলেন, ‘ আমরা এই মুহূর্তে কিছু কষ্টের আপডেট পেয়েছি। দুভাগ্যজনকভাবে কয়েকজন মারা গেছেন।’ প্রাথমিকভাবে পাওয়া তথ্যের কথা উল্লেক করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নির্মাণাধীন একটি ভবনে প্রথম আগুন লাগে এখানে বিসিজি টিকা তৈরি হয়। সংবাদমাধ্যমটি বলছে, করোনার টিকা অন্য ভবনে তৈরি হচ্ছে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ভবনটির পাশের বিল্ডিংয়ে ওই টিকা প্রস্তুত করা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *