সাড়ে ৮ মাসে সর্বনিম্ন মৃত্যু

অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। সর্বশেষ গত বছরের ৮ মে একদিনে ৭ জনের মৃত্যু খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। নতুন ৮ জনসহ দেশে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৯৫০ জনের দাঁড়িয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৬৫৬ জন। ফলে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আরও ৬১৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *