বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় ফকিরবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পর্যাক্রমে সভাপতিরা সবাই কি সরকারের প্রদত্ত আদেশ নির্দেশনার উর্ধ্বে? জিজ্ঞাসা সংশ্লিষ্ট এলাকাবাসীসহ অধ্যস্থন কর্মকর্তা কর্মচারীদের।

ভ্রাম্যমান প্রতিনিধি: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ফকিরবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পর্যাক্রমে সভাপতিরা সবাই কি সরকারের প্রদত্ত আদেশ নির্দেশনার উর্ধ্বে? জিজ্ঞাসা সংশ্লিষ্ট এলাকাবাসীসহ অধ্যস্থন কর্মকর্তা কর্মচারীদের। ঘটনার বিবরণে প্রকাশ, মোড়েলগঞ্জ উপজেলার ফকিরবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান কে গত ৩১/০৮/২০০৩ ইং তারিখে যথাযথ নিয়মেই নিয়োগ প্রদান করা হয়। অতঃপর ২০০৭ সালে মিথ্যা অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে স্কুল থেকে অবৈধ ভাবে চাকুরীচ্যুত করা হয় এবং তাৎক্ষনিক ভাবে মিরাজ সাহা নামক আরোও এক জন প্রধান শিক্ষককে অবৈধ ভাবে নিয়োগ প্রদান করা হয়। কিন্তু সুচতুর প্রধান শিক্ষক মিরাজ সাহা কিছু দিনের মধ্যেই একই ইনভয়েজে অন্যত্র চলে যান। যাহা সংশ্লিষ্ট এলাকার ভোক্তভূগিরা ব্যক্ত করে। নির্ভরযোগ্য সূত্রটি জোরালো কণ্ঠে ব্যক্ত করে সরকারের সকল প্রকার নির্দেশনা বা আদেশ নামা ফরিকবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বের সভাপতি এবং বর্তমান সভাপতি কোন আকারে প্রকারে গ্রহন করেন না। বরং সরকারের প্রদত্ত নির্দেশনা বা আদেশ নামা ভ্রুক্ষেপ করছেন না। যেমন গত ১৬/০৪/২০০৭ইং তারিখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক একটি আদেশনামা ম্যানেজিং কমিটি ফকিরবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা- মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাট বরাবরে প্রদান করা সত্বেও তাহা ম্যানেজিং কমিটির সভাপতি গ্রহন করেন নাই। বরং ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মর্মে ভোক্তভূগী কর্তৃক জানা যায়। তবে অবৈধ ভাবে বরখাস্তকৃত প্রধান শিক্ষক মনিরুজ্জামান এর ২৫/০২/২০১৭ইং তারিখের যশোর শিক্ষা বোর্ডে প্রেরিত আবেদন সূত্রে যে সিদ্ধান্ত শিক্ষা বোর্ড প্রদান করেন তাহাতে দেখা যায় মনিরুজ্জামানের চাকুরীচ্যুতের আদেশ অবৈধ এবং বিধি বর্হিঃভূত। সুতরাং অবৈধ ভাবে চাকুরীচ্যুতের আদেশটি বাতিল করতঃ মনিরুজ্জামানের চাকুরীতে পুনঃবহালে যোগদানের জন্য আদেশ দেওয়া হয় যাহার স্মারক নং-বিঅ-৬/৪৩১১/২৩৮৩, তাং ১৬/০৪/২০১৭ইং। যেহেতু সরকারের প্রদত্ত সিদ্ধান্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মানছেন না সেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকলের হস্তক্ষেপ কামনায় অবৈধ বহিষ্কারকৃত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের আবেদন নিবেদন সহ স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কোন উপায় নাই মর্মে জানা যায়।
(বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *