কুমিল্লা মেঘনা উপজেলার মনিকারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিখিল বাবু মরনব্যধি করোনা ভাইরাসের সময়ে সরকারি নিষিদ্ধ উপেক্ষা করে কোচিং ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ভ্রাম্যমান প্রতিনিধি : মরনব্যধি করোনা ভাইরাসে যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঠিক সেই সময় কুমিল্লা মেঘনা উপজেলার মনিকারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিখিল বাবু নিজ বাসা বাড়িতে শতাধিক ছাত্র/ছাত্রী নিয়ে কোচিং বানিজ্যে ব্যস্ত। লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে শতাধিক ছাত্র/ছাত্রী থেকে। স্বরজমিনে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সহকারী শিক্ষক নিখিল বাবুর মনিকারচর বাজারের বাসা বাড়ির চারতলায় অবস্থান নিয়ে দেখতে পায় এক এক বেঞ্চে চার থেকে পাঁচ জন্য ছাত্র/ছাত্রী অতিরিক্ত ঘনসারিতে বসে আছে যাহা উপরেল্লিখিত ছবিতে স্পষ্ট। নিখিল বাবুর সাথে সৌজন্য সাক্ষাতে ব্যাক্ত করে প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে প্রাইভেট পাড়াচ্ছে। তাৎক্ষনিক প্রধান শিক্ষকের অনুমোদনের কোন লিখিত আছে কিনা জানতে চাইলে নিখিল বাবু বলেন মৌখিকভাবে অনুমোদন নেওয়া। প্রধান শিক্ষকের মোবাইল নম্বর জানতে চাইলে সে দিতে ব্যর্থ হয়। এলাকাবাসি র্ব্যাক্ত করে নিখিল বাবুর কচিং বানিজ্যের করনে যেকোন মুহুর্তে ছাত্র/ছাত্রীরা মরনব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত হইতে পারে। তাছাড়া কোচিং কার্যক্রম সরকারের নিষিদ্ধ ঘোষনা থাকা সত্বেও কেন কোচিং ব্যবসা নিখিল বাবু চালিয়ে যাচ্ছে তাহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা দরকার।
(বিস্তারিত আগামিতে)