আমদানিকৃত পেঁয়াজ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
অপরাধ তথ্যচিত্র ডেক্স: বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানিকৃত পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, পরিবহনসহ যাবতীয় সব খরচ শেষে দেশি পেঁয়াজের চেয়ে এখন আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি ও চাহিদাও কম।
বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ প্রতিকেজি ৩০-৩৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া, ভালো মানের দেশি পেঁয়াজ সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি হাইব্রিডের কেজি পড়ছে সর্বোচ্চ ৩৫ টাকা।
পেঁয়াজ আমদানিকারক মো. আফজাল হোসেন বলেন, হিলিবন্দরে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম পড়ছে ৩০-৩২ টাকা। পরিবহনসহ সব খরচ যোগ করলে ঢাকায় ওই পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দামকে ছাড়িয়ে যাবে। তাই পাইকাররাও আমদানিকৃত পেঁয়াজ কিনছেন না।
পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী রুহুল কুদ্দুস বলেন, বাজারে ভারতসহ তুরস্ক, চীন, মিশর ও হল্যান্ডের পেঁয়াজ রয়েছে। এসব দেশের পেঁয়াজের দাম কম হলেও খুচরা বিক্রেতা কিনছেন না। বাজারে এখন এর চাহিদা নেই। তবে বাজারে পেঁয়াজের প্রচুর সরবরাহ ও দাম কমায় ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।