এনজিও কর্মীর হাতের কবজি কর্তন: আটক ৪
অপরাধ তথ্যচিত্র ডেক্স: নরসিংদীর এনজিও কর্মীর হাতের কব্জি কেটে টাকা ছিনতাইয়ের দুইদিন পর মাধবদী বাস স্ট্যান্ড থেকে মামলার প্রধান আসামী রুবেল মিয়া, সহযোগী আব্দুল বাদশা, আক্তার মেরিনা ও মিঠি বেগমকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করেছে ছিনতাইকৃত টাকা। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে র্যাব-১১ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করেছে। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ ডিসেম্বর নরসিংদী শহরের বাজিড় মোড়ে থেকে এনজিও কর্মী শান্তা আক্তার (৩১) রিকশার গতিরোধ করে তার টাকা ভর্তি ব্যাগ রুবেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগটি ধরে রাখতে চাইলে তার সহযোগী বাদশা তার হাতে থাকা চাপাতি দিয়ে হাতের কব্জি কেটে ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব-১১ অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী বাস স্ট্যান্ড থেকে আসামি রুবেল মিয়া ও সহযোগী আব্দুল বাদশাকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে, সহযোগী আক্তার মেরিনা ও মিঠি বেগমকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।