পাবনায় ব্রিজ ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি: অবৈধ বালু ব্যবসায়ীরা শত্রুতা করে পাবনা সদর উপজেলার কাঁচীপাড়া সড়কের একটি ব্রিজ শক্তিশালী ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রকৃত অপরাধিদের বাঁচাতে মিথ্যা মামলা করে নিরীহ-নিরপরাধ মানুষকে হয়রানি করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনৃষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কাঁচীপাড়া গ্রামবাসীর উদ্যোগে পাবনা-সুজানগর সড়কের নওশের আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের পাশে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে ঐ গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উক্ত গ্রাম প্রধান নজরুল ইসলাম, ময়েন উদ্দিন বিশ্বাস, আব্দুল বারেক শেখ, জিন্নাহ বিশ্বাস, মজিবর বিশ্বাস, আবু তাহের শেখ ও মহসীন বিশ্বাস। বক্তারা বলেন এলাকার কতিপয় প্রভাবশালী অবৈধ বালু ব্যবসায়ী দীর্ঘদিন ভারি যানবাহনযোগে ঐ সড়ক দিয়ে বালু বহন করছিল। এতে সড়ক ছাড়াও ঐ ব্রিজ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রামবাসী বালু বহনে বাঁধা দেয়। ফলে বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে শত্রুতা করে গত ২২নভেম্বর রাতের অন্ধকারে শক্তিশালী ভেকু দিয়ে ব্রিজের দু’পাশের রেলিং ভেঙ্গে গুড়িয়ে দেয়। ইতিমধ্যে পাবনা সদর থানা পুলিশ ব্রিজ ভাঙ্গার অপরাধে সন্তেষ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি ঐ ভেকু আটক করেছে। কিন্তু তার পরও বালু ব্যবসায়ীরা প্রকৃত অপরাধিদের বাঁচাতে মিথ্যা মামলা করে গ্রামের নিরীহ-নিরপরাধ মানুষকে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছেন বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। সেই সঙ্গে তারা নিরীহ-নিরপরাধ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।