ঘনিয়ে আসছে শৈত্যপ্রবাহ, বৃষ্টির আভাস
অপরাধ তথ্যচিত্র ডেক্স: সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। দেশের উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ সঙ্গে কনকনিয়ে ঠান্ডা বাতাস। রাতে সঙ্গে পাল্লা দিয়ে দিনেও কমছে তাপমাত্রা। চলতি মাসে দেশেও দু-একটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।বুধবার (৫ ডিসেম্বর) চলতি মাসের দীর্ঘমেয়াদি পূবাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না। ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসের দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা তুলনামূলক কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা/ মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ-নদীগুলোতে স্বাভাবিক পরিস্তিতি বিরাজ করতে পারে। এ মাসে দেশে দৈনিক গড় সূর্য কিরণকাল ৪ থেকে ৫ ঘণ্টা থাকতে পারে।