রাজবাড়ীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে টাকা লুটের অভিযোগ
স্টাফ রির্পোটার: রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ২ কর্মকর্তার বিরুদ্ধে টাকা লুটের অভিযোগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মহা-পরিচালকের নিকট বিচার চেয়ে পিংকি খাতুন লিখিত অভিযোগ দায়ের করেছে। পিংকি খাতুন লিখিত অভিযোগে জানান, সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের (৫ নং ওয়ার্ডের বাসিন্দা) অভাবের সংসারে স্বামী রবি শেখ (৩৩) দৌলতদিয়া রেল স্টেশনের হোটেলে দিনমজুর হিসাবে কাজ করে। সে এলাকার বিভিন্ন বাড়ীতে ঝি এর কাজ করে। রাজবাড়ী পৌরসভার জমিতে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী বসবাস করে। ভবিষৎ এর কথা চিন্তা করে তাহারা উভয়ই টাকা পয়সা সঞ্চয় করে। গত ১ ডিসেম্বর বিকেল ৫টায় রাজবাড়ী মাদক অধিদপ্তরের এসআই তপন ও তার সহযোগী এএসআই তানভীর উক্ত পিংকি খাতুন (২৮) ঘরে তালা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় পিংকির স্বামী রবি শেখকে বেধরক মারপিট করে। ঘরের আলমারীর মধ্যে ব্যাগে রক্ষিত পঞ্চান্ন হাজার টাকা উক্ত ২ কর্মকর্তা জোরপূর্বক নিয়ে যায়। তার স্বামী রবি শেখকে মাদক সেবনকারী হিসাবে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেন মোঃ রফিকুল ইসলামের নিকট হাজির করে ভয়ভীতি দেখিয়ে মাদক সেবনকারী কথা স্বীকার করায়। ভ্রাম্যমান আদালত রবি শেখকে ৩ মাসের কারাদন্ড প্রদান করে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করে। পিংকি খাতুন বৃহস্পতিবার ৩ ডিসেম্বর জানান, উক্ত ২ কর্মকর্তা তাকে মোবাইল নম্বর দিয়ে যায় এবং গোপনে দেখা সাক্ষাত করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি বিষয়টি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহা-পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট বিচার চেয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট পাঠানো হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এস আই তপন তাদের বিরুদ্ধে টাকা লুটের অভিযোগ অস্বীকার করে।