নবজাতক শিশুপুত্রের লাশ উদ্ধার
অপরাধ তথ্যচিত্র ডেক্স: চুরি যাওয়ার ৪০ ঘণ্টা পর মায়ের পাশ থেকে চুরি হওয়া মাত্র ১৫ দিনের নবজাতক শিশুপুত্রের লাশ তার নানা নূর ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের সেফটি ট্যাংক থেকে শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে শিশুটির বাবা সোহাগ হোসেন ও মা ফতেমাকে। গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের আবু তাহেরের ছেলে। ঘটনার বিবরনে জানা যায়,দু’বছর আগে নানা নূর ইসলামের বাড়িতে আশ্রিতা ফাতেমার সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের আবু তাহেরের ছেলে সোহাগ হোসেনের সাথে বিয়ে হয়। শ^শুর বাড়িতে কিছুদিন থাকার পর পারিবারিক কলহের কারণে আবারও স্বামীকে নিয়ে তাকে আশ্রয় নিতে হয় নানা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের মৃত নূর ইসলামের বাড়িতে। গত ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের আনোয়ারা ক্লিনিকে জন্ম নেয় তাদের একটি পুত্র সন্তান। শিশুটির নাম রাখা হয় সোহান হোসেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৫ নভেম্বর বুধবার তারা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটি হারিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবার সোহাগ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরী করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সোহাগ ও ফতেমা রাস্তার ধারে বসবাস করতো। বৃহষ্পতিবার দুপুরের দিকে শিশুটিকে নিয়ে বাবা মা ঘুমিয়ে এমন সময় কে বা কাহারা শিশুটিকে চুরি করে নিয়ে যায় দাবি করে। শিশুটির বাবা সোহাগ হোসেন সদর থানায় সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরী করে। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সোহাগ হোসেন ও ফতেমা যোগসাজস করে তাদের সন্তানকে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দিয়ে চুরির প্রচার দেয় বলে পুলিশকে জানায়। তাদের দেওয়া তথ্য মতে শনিবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ফতেমা ও সোহাগকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।