ভিশন -২০২১ লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে মোংলা সমুদ্র বন্দর

মনির হোসেন,মোংলা: ২০২১ সালে মোংলা সমুদ্র বন্দরে ১ হাজার বাণিজ্যেক জাহাজ আগমনের যে লক্ষ্যমাত্রা ছিল তা অনেকটাই পূরণ হতে চলেছে। বন্দর কর্তৃপক্ষের আশা ২০২১ সালে এ বন্দরে ১ হাজারেও বেশি জাহাজ আগমন করবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ৪১৬ টি, ২০১৫-২০১৬ অর্থবছরে ছিল ৪৮২ টি, ২০১৬ -২০১৭ অর্থবছরে ছিল ৬২৪ টি, ২০১৭- ২০১৮ অর্থবছরে ছিল ৭৮৪ টি, ২০১৮ – ২০১৯ অর্থবছরে ছিল ৯১২টি। পরিসংখ্যানে দেখা দেয়া প্রতিবছরই বন্দরে ১২০ থেকে ১৫০ টির মত জাহাজ আগমন বেড়েছে। সেই ধারাবাহিকতায় ২০২১ সালে মোংলা বন্দরে জাহাজ আগমন ১ হাজারের বেশি ছাড়িয়ে যাবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ বন্দরে জাহাজ এসেছে ৮৩ টি, অক্টোবর মাসে এসেছে ৭৯ টি এবং চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত মোংলা বন্দরে জাহাজ ভিড়েছে ৮৪ টি। আশা করা যায় নভেম্বর মাসেই বন্দরের জাহাজ আগমনের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে। এর আগে গত ফেব্রুয়ারী মাসে মোংলায় ১০০ বেশি জাহাজ ভিড়েছে। যা বন্দরের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। জাহাজ আগমনের এমন ধারাবাহিকতা অব্যাহত থাকার কারনে ভিশন -২০২১ লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটাই সফল মোংলা বন্দর। বন্দর সংশ্লিষ্টরা জানান, বিগত ১১ বছরে মোংলা বন্দরের অনেক উন্নয়ন হয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এক সময়ের মৃত্য বন্দর আজ একটি লাভ জনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে মোংলা বন্দর। গত ২৫ অক্টোবর বন্দরের সবগুলো জেটিতে বিদেশী জাহাজে পূরিপূর্ণ ছিল। অর্থাৎ একই সংগে জেটিতে ৫টি জাহাজ বার্থিং করে মালামাল খালাস করেছে। এছাড়াও গত ২১ অক্টোবর রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম চালানের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরের জেটিতে মালামাল খালাসের কার্যক্রম সম্পন্ন করেছে। বর্তমানে মোংলা বন্দরে বিদেশী জাহাজ আগমন বেড়ে যাওয়া এবং রাজস্ব আয় বৃদ্ধির বিষয়টিকে বর্তমান সরকারের একটি অন্যতম সাফল্যে হিসেবেই দেখছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান, এনপিপি, এনডিসি, পিএসসি,বিএন। তিনি বলেন, বন্দরের উন্নয়নে গৃহিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ফলে অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বন্দরে বিদেশী জাহাজ আগমনের সংখ্যা দ্রুত বাড়ছে। আমদানি রপ্তানিকারকরা এখন এ বন্দর ব্যবহারে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে গাড়ি আমদানিতে মোংলা বন্দরের গুরুত্ব বেড়েছে কয়েকগুন। মাওয়ায় পদ্মা সেতু চালু হলে আমদানি রপ্তানীতে শীর্ষ স্থান দখল করবে মোংলা বন্দর। তিনি আরো বলেন, মোংলা বন্দরের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পদক্ষেপ বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *