পিরোজপুরে গ্রামপুলিশদের ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে গ্রামপুলিশদের জীবনমান উন্নয়নে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তকরণ, সরকারি অন্যান্য বাহিনীর ন্যায় রেশনিং ব্যবস্থা নিশ্চিতকরণ, ১% ইউ.পি অংশের পরিবর্তে ২% কার্যকর করে জেলা প্রশাসক মহোদয়কে পরিপত্র দেয়া, গ্রামপুলিশদের জন্য ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক ইউনিট হিসেবে ঘোষণা প্রদান করা, গ্রামপুলিশের অবসরকালীন দফাদার ৮ লক্ষ টাকা, মহল্লাদার ৭ লক্ষ টাকা নির্ধারণ করে ঘোষণা প্রদান করা, অন্যান্য বাহিনীর ন্যায় একটি কেন্দ্রীয় অধিদপ্তর প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষ বাহিনী হিসেবে গ্রামপুলিশদের গড়ে তোলার দাবিতে পিরোজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন পিরোজপুর জেলা শাখা। এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক এস এম আল হাসান, নেছারাবাদ সাধারন সম্পাদক অমল কৃষ্ণসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।