‘এগিয়ে চলছে রেলখাত, নেয়া হয়েছে পরিকল্পনা’

অপরাধ তথ্যচিত্র ডেক্স: রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলখাত এগিয়ে চলেছে। এছাড়া এ খাতে অনেক পরিকল্পনাও নেয়া হয়েছে। আশা করা যায়, রেলের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রেলওয়ে মানুষের কাঙ্ক্ষিত সেবায় এগিয়ে যাবে।’ রবিবার (১৫ নভেম্বর) রেল দিবস উপলক্ষ্যে রেল ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে রেল দিবস পালন করে। মন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যেকেরই ইতিহাস জানার প্রয়োজন‌। ইতিহাস এবং ঐতিহ্যকে না জানলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। দেশে যত প্রতিষ্ঠান আছে, এরমধ্যে রেল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান।’ তিনি আরও বলেন, ‘যে অঞ্চলের উপর দিয়ে রেল চলে গেছে, সেখানে রেল কেন্দ্রীক জীবন ব্যবস্থা গড়ে উঠেছে। রেল সামাজিক বিবর্তন এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রেখে চলেছে। মুক্তিযুদ্ধের সময় রেল সেক্টরকে পশ্চিমারা অনেক ক্ষতি করেছিল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত রেল পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। রেলের প্রতি বিভিন্ন সরকারের ভূল নীতির কারণে এ খাত এত পিছিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী রেলের প্রতি গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। তাই আজ রেলখাত এগিয়ে চলেছে। অনেক পরিকল্পনা নেয়া হয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হলে আশা করা যায়, রেলের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রেলওয়ে মানুষের কাঙ্ক্ষিত সেবায় এগিয়ে যাবে।’ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো অতিরিক্ত সচিব ভুবনচন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *