শয়ন কক্ষ থেকে নর্থ সাউথের ছাত্রীর মরদেহ উদ্ধার
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানীর উত্তরায় একটি বাসায় খন্দকার ফাকিহা নুর (২২) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে অচেতন অবস্থায় ফাকিহা নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থী পরিবারের সঙ্গে উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসায় ভাড়া থাকতেন।ওই ছাত্রীর কাজিন ইফফাত আরা জানান: ‘আমি জানি না কেন এমনটি হয়েছিল। আমি এখন পর্যন্ত যতটা জানি, ফাতিহার বাবা-মায়ের মধ্যে কিছু সমস্যা আছে, তারা আলাদা ঘরে থাকেন। হতে পারে বাবা-মায়ের মধ্যে দ্বন্দ্ব থাকায় ক্ষোবে ফাকিহা নুর অত্মহত্যা করতে পারেন। ’ফাকিহা নুরের বাবা-মায়ের মধ্যে কিছু বিষয় নিয়ে মনমালিন্য ছিল। সেই ক্ষোভ থেকেই সে আত্মহত্যা করতে পারেন।বাবা খন্দকার আনোয়ার হোসেন ও মা রোজী বেগমের একমাত্র মেয়ে ফাকিহা। শুক্রবার সকালে নিজের শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে বাবা-মা দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানে নেওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন ফাকিহা। তাদের বাড়ি বরিশাল জেলায়। ফাকিহা নুরের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।