রাজধানীতে সাত স্থানে ৭টি বাসে আগুন
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানীতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাত স্থানে ৭টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, বিকেল ৪টা পর্যন্ত রাজধানীতে সাতটি স্থানে সাতটি বাস পুড়িয়েছে দুস্কৃতিকারীরা। তিনি জানান, পল্টন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে একটি, মতিঝিল মধুমতী সিনেমা হলের সামনে, রমনা হোটেলের সামনে, শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, বংশাল থানা নয়া বাজারে ও পল্টন থানা পার্ক লিংক এলাকায় বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। গাড়ি পোড়ানোর ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার হয়নি। তবে যারা পুড়িয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, বেলা দেড়টার দিকে আজিজু সুপার মার্কেটের সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এরপর ২টার দিকে হাইকোর্ট মোড়ে আগুন দেয়া হয় দেওয়ান পরিবহনের একটি বাসে। এছাড়া বেলা সোয়া ১টার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজারের কাছে ভিক্টোড়িয়া পরিবহনের একটি বাসে এবং সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি অফিসের বিপরীত দিকে কর বিভাগের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া শাহজাহানপুরে একটি এবং মতিঝিলে আরেকটি গাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা।