মোল্লাহাটে জমি ক্রয় সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও লুট-পাটের অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে জমি ক্রয় সংক্রান্ত বিরোধ ও চাদা না দেয়ায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুট-পাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে ন্যাক্কার জনক ওই ঘটনা ঘটে। হামলার ওই ঘটনায় শামীম হোসাইন (১৪) নামে এক কিশোর আহত হয়েছে। উক্ত ঘটনায় থানায় অভিযোগ হয়েছে বলে জানিয়েছেন। অভিযোগ ও ভিকটিম পরিবার সুত্রে জানা গেছে-নতুন ঘোষগাতী গ্রামের মোঃ সিদ্দিক মোল্লা অতি সম্প্রতি একই এলাকার আশ্রাফ আলী ওরফে আশ্রাফ রাজাকারের বাড়ির কাছের এক খন্ড জমি ক্রয় করেন। উক্ত জমি আশ্রাফ রাজাকার ক্রয় করতে না পেরে সিদ্দিক মোল্লা ও তার পরিবারের সকলের সাথে বিরোধ শুরু করেন। এছাড়া অপর একটি মামলার খরচ বাবদ চাদা দাবী করেন। উক্ত চাদা দিতে অপারগতা প্রকাশ করায় এবং জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জেরে ক্ষেপে যান আশ্রাফ রাজাকার। ঘটনার সময় প্রায় ২৫/৩০ জনের একদল লোক বিভিন্ন প্রকার দেশিয় ধারালো মারাতœক অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। ওই সময় সিদ্দিক মোল্লার ছেলেদের ব্যবহৃত একটি নতুন এ্যাপসি ও একটি পুরাতন হিরো মটরসাইকেল ভাংচুর করে। এছাড়া ঘরের মধ্যে ঢুকে আসবাবপত্র তছনছ করাসহ নগদ টাকা ও মালামাল লুট করে। একপর্যায়ে ওই বাড়িতে দ্রুত পুলিশ পৌছানোর কারনে পালিয়ে যায় হামলাকারীরা। ওই সময় সিদ্দিক মোল্লার ছেলে শামিমকে বেদম মারপিট করে তারা। আহত শামিমকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর বলেন-তিনি ঘটনা শুনেছেন এবং চেয়ারম্যান মিমাংসা করে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *