দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) অফিসে বসা অবস্থায় অফিস সহায়ক কাছে তার নাম্বার থেকে প্রতারক চক্রের ফোন

মো,হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,মহিউদ্দীন অফিসে বসা অবস্থায় তার মোবাইল নং-০১৯১৮-০১৪৮৩৪ ক্লোন করে অফিস সহায়ক আহসান হাবিরের নিকট ফোন করেছে প্রতারক চক্র। বুধবার দুপুর ১টা ৩৬মিনিটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মো,মহিউদ্দীন সন্ধায় দামুড়হুদা মডেল থানায় সাধারন ডায়েরি করেছেন। ডায়েরি সুত্রে জানাযায়, বুধবার দুপুর ১টা ৩৬মিনিটে সময় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,মহিউদ্দীন অফিসে বসা।এ সময় তার অফিসের সামনে বসা অফিস সহায়ক আহসান হাবিরের নিকট সহকাররী কমিশনার (ভূমির) নাম্বার থেকে ফোন আসলে অফিস সহায়ক বলেন স্যার কিছু প্রয়োজন। এ সময় তিনি বলেন কেন। কখন অফিস সহায়ক বলেন, আপনার ফোন থেকে ফোন এসেছে স্যার।এসি ল্যান্ড হতবাক হয়ে বলেন মোবাইল ফোন তো আমার টেবিলে আছে আমি তো ফোন দেয়নি।এরই মধ্যে রিং বাজা শেষ হলেই পরবর্তিতে আরেক নাম্বার ০১৫৭-৫৫৫৮৭২১ থেকে ফোন আসে তখন আহসান হাবিব রিসিভ করে হ্যালো বলার সাথে সাথে ফোন কেটে দেয়। এরপরই আবার সহকারী কমিশনার (ভূমি) ০১৯১৮-০১৪৮৩৪নম্বার থেকে ফোন দিলে আহসান হাবিব বলেন কে আপনি। তখন প্রতারক চক্রের সদস্য বলেন আমি এসিল্যান্ড বলছি আমার নাম্বার তোমার কাছে সেফ করা নাই। তখন আহসান হাবিব বলেন স্যার তো আমার সামনে বসা আপনি কে। তখনই লাইন কেটে দেয়। পরে সন্ধায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,মহিউদ্দীন তার নাম্বার ক্লোন করায় বিষয়টি দামুড়হুদা মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *